প্রদীপ কুমার সিংহ
গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম সঞ্জীব বণিক (৩১)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত মদারাট গ্রাম পঞ্চায়েত অঞ্চলের বারুইপুর বলবন এলাকায়। পুলিশ ও পরিবারের সূত্রে খবর সঞ্জীব বণিক পেশায় ব্যবসায়ী। সে খুব ভালো ছেলে ছিল। কিছুদিন আগে পর্যন্ত সে বিদেশে ছিল। সেখান থেকে কিছু টাকা পয়সা রোজগার করে বাড়িতে ফিরে আসে। বারুইপুর থানার অন্তর্গত ফুলতলা এলাকায় ফাস্টফুড ব্যবসা নিজেই করার জন্য একটি দোকান নেয়। তবে স্থানীয় সূত্রে খবর একটি মেয়ের সঙ্গে তার প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। এই নতুন দোকানে ব্যবসা করার পর মানসিক অবসাদে ভুগছিলেন নাকি প্রেম গঠিত ব্যাপারে কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন সঞ্জীব বাবু তা সঠিক করে বলতে পারেনি কেউ। তবে পুলিশ মনে করছে মানসিক অবসাদে ভোগার জন্যই বুধবার রাতে বাড়ি অন্যান্য সদস্যদের সঙ্গে খাওয়া দাওয়া করে সন্দীপ বাবু। নিজের ঘরে শুতে যায়। রাতেই নিজের ঘরে গলায় দড়ি দেয়। ভোরবেলা পরিবারের অন্য লোক মানুষরা জানালা দিয়ে দেখতে পায় সে ফ্যামিলির সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছে। তড়িঘড়ি বারুইপুর থানায় খবর দেয়। বারুইপুর থানার পুলিশ গিয়ে সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। বারুইপুর থানার পুলিশ মৃত ব্যক্তিদের নিথর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় বৃহস্পতিবার। পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করে তদন্ত শুরু করছে।





