পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার দুর্গাচকে রাসায়নিক কারখানা ইন্দোরমা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মকডিল হল বৃহস্পতিবার । অ্যামোনিয়া স্টোরিজ ট্যাংকে অ্যামোনিয়া লীক হলে কি ভাবে প্রতিরোধ করে কারখানার সকল কর্মীকে সুস্থ রাখা যায় তার প্রশিক্ষন দেওয়া হয় ।নিয়ম অনুসারে প্রতিরোধ ক্ষমতার প্রশিক্ষণ দিতে হয় ।
সেইমতো ফায়ারের গাড়ি এবং প্রতিরোধ করার জিনিসপত্র রাখা হয়েছিল ।দুপুর সাড়ে এগারোটা নাগাদ এমোনিয়া লিক করে ।সাথে সাথে ফায়ারের চারটে গাড়ি আসে, নাক মুখ ঢেকে জল স্প্রে করে অ্যামোনিয়া প্রতিরোধ করা হয় ।দুটি বিশাল আকার এমোনিয়া ট্যাঙ্ক হলদি নদীর তীরে রয়েছে ।মোকডেল হওয়ার আগে কারখানার চারপাশে বস্তিগুলোতে সতর্ক করে দেওয়া হয় ।অ্যামোনিয়ার গন্ধতে যাতে পানিক না হয়ে পড়ে । এক ঘণ্টার মধ্যে সম্পূর্ণ গ্যাস নিয়ন্ত্রণে আসে ।
মকডিলে কারখানার প্রতিনিধির পাশাপাশি উপস্থিত ছিলেন ইন্দোরমা কারখানার অন্যতম আধিকারীক সি এস প্রসাদ , সৌরভ ভট্টাচার্য , সেফটি অফিসার চঞ্চল ঘোষ ,জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার মৃত্যুঞ্জয় হালদার প্রমূখ
