টি - টুয়েন্টি সিএসএসএ চ্যালেঞ্জ কাপ খেলা কাঁথিতে - Ekhansangbad

Select Language

[gtranslate]
১৯শে আষাঢ়, ১৪৩২ বৃহস্পতিবার ( ৩রা জুলাই, ২০২৫ )

টি – টুয়েন্টি সিএসএসএ চ্যালেঞ্জ কাপ খেলা কাঁথিতে

কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনা টি – টুয়েন্টি সিএসএসএ চ্যালেঞ্জ কাপে আজ দুটি খেলা অনুষ্ঠিত হয়। অনুর্ধ্ব ১৩ প্রথম খেলায় অংশগ্রহণ করে স্পিডঅন মেদিনীপুর ও হাতিশাল অগ্রগামী সংঘ। টসে জিতে স্পিডঅন বোলিং করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে হাতিশাল অগ্রগামী ৮ উইকেট হারিয়ে ৮৪ রান করে। প্রত্তুত্যরে স্পিডঅন ব্যাট করতে নেমে মাত্র ১৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৫ রান করে। ফলে ৭ উইকেটে জয়লাভ করে। ম্যান অফ দি ম্যাচ নিবার্চিত হয়ে মৃত্যুঞ্জয় দাস অধিকারী স্মৃতি ট্রফি লাভ করে স্পিডঅনের অর্ণব ওঝা।
দিনের দ্বিতীয় খেলা অনুর্ধ্ব ১৮ যে দুটি দল অংশগ্রহণ করে হলদিয়া ব্লু স্টার ও হাতিশাল অগ্রগামী সংঘ।

টসে জিতে ব্লু স্টার ব্যাটিং করার সিন্ধান্ত নেয় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ রান করে। পরে হাতিশাল অগ্রগামী ব্যাট করতে নেমে ১৫.৩ ওভারে ১০৫ রান করে ফলে ব্লু স্টার ৭৫ রানে জয় লাভ করে। ব্লু স্টারের সেক চমন আলি ৩৩ বলে ৮১ রানে  অপরাজিত থেকে মৃত্যুঞ্জয় দাস অধিকারী স্মৃতি ম্যান অফ দি ম্যাচের ট্রফি লাভ করে। ম্যাচ আম্পায়ার সুকোমল দাস ও রাজীব জানা ও স্কোরার গৌরব রথ ও অভয় প্রধান।

Related News

14:18