পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার পিডব্লিউডি ময়দানে দিশারী কাপ আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।টানা ১১ দিন ধরে চলে এই আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট।
দিশারী লাইফ কেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে পাঁশকুড়ার স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির সহযোগিতায় এই টুর্নামেন্টটি চলে।
পাঁশকুড়া সহ পাশাপাশি এলাকার প্রায় ১২টি স্কুল এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল,পাঁশকুড়া স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির পরিচালনায় ১২টি টিমের খেলা হয় ।বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইল গেম ও অনলাইন গেমে আসক্ত,ফলে তাদের মানসিক ও দৈহিক বিকাশে খামতি দেখা যায়। ছাত্র-ছাত্রীদের মধ্যে মোবাইল বা অনলাইন গেম এর নেশা কাটাতে আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হয় পাঁশকুড়ায়।
সেমি ফাইনালে ওঠে চারটি স্কুল,তাদের মধ্যে
ফাইনালে পৌঁছায় শ্যামসুন্দরপুর পটনা
হাই স্কুল ও ভোগপুর কেনারাম মেমোরিয়াল হাইস্কুল।উপস্থিত ছিলেন টুর্নামেন্টে অংশগ্রহণকারী স্কুলের শিক্ষক শিক্ষিকারা।পাশাপাশি মাঠে ছিল উপচে পড়া দর্শকদের ভিড়।সোমবার ফাইনাল খেলায় ছিল টান টান উত্তেজনা।
৪-০ গোলে বিজয়ী হয় শ্যামসুন্দরপুর পাটনা হাই স্কুল।খেলার শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন পাঁশকুড়ার স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির সভাপতি অমিয় সাহু,সম্পাদক অঞ্জন মন্ডল সহ একাডেমির একাধিক সদস্যরা।আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র,পাঁশকুড়া
বার্ডলি বার্ড হাইস্কুলের সভাপতি সেক সমিরুদ্দিন
সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা।