পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পৃথক পৃথক জায়গায় বজ্রাঘাতে এক ব্যক্তি ও এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হল।
পটাশপুর থানা খবর পেয়ে পৃথক পৃথক দুটি জায়গা থেকে দুই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
সূত্রের খবর পটাশপুর থানার ফাজিলপুর গ্রামের বাসিন্দা গোবর্ধন প্রধান ৫৭ এবার বিকালে রোপনের কাজ করতে গিয়েছিল মাঠে। সেই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। জানা গেছে গোবর্ধন প্রধানের উপর বাজ পড়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে এলাকা সূত্রে জানা গেছে।
অপরদিকে পটাশপুর এক ব্লকের ব্রজ লালপুর গ্রামের বাসিন্দা কামিনী সিংহ (৬২) সন্ধ্যা সাতটা নাগ শৌচকর্ম করতে ঘরের বাইরে যায়। সেই সময় তার পাশেই বাজ পড়ে যায়। গুরুতর আহত হলে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে পটাশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।


Post Views: 71