ঘাটাল মাস্টার প্ল্যান এর অন্তর্গত পলাশপাই খাল সংস্কারের কাজ শুরু হয়েছে প্রায় দু মাস আগে। ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এই কাজটির জন্য ওয়েস্ট বেঙ্গল ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনে ওয়ার্ক অর্ডার দিয়েছে। ওয়ার্ক অর্ডারের তথ্য অনুসারে খাল থেকে ৪ কোটি ঘনফুট মাটি তোলা হবে। এজন্য ওই অ্যাসোসিয়েশন ৪ কোটি টাকা রয়ালিটি বাবদ রাজ্য সরকারকে দেবে। পূর্ণাঙ্গ খাল সংস্কারের জন্য ঠিকাদারকে সময় দেওয়া হয়েছে এক বছর। খাল সংস্কারের কাজের দায়িত্বে রয়েছে সেচ দপ্তরের ঘাটাল মহকুমা অধিকারিক। প্রায় দু মাস হল ওই কাজ শুরু হলেও কাজের অগ্রগতি খুবই সামান্য বলে অভিযোগ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির।
কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক আজ পলাশপাই খাল সংস্কারের এলাকা পরিদর্শন করে বলেন, তেমুয়ানীহাট,গৌরিপুর,পলাশপাই,জোৎঘনশ্যাম এই চারটি জায়গায় আটটি মেশিন কাজ করছে। কাজের অগ্রগতি খুবই কম। এভাবে কাজ চলতে থাকলে পূর্ণাঙ্গ খালটি সংস্কার হতে তিন বছর সময় লাগবে। ১৯ কিলোমিটার দীর্ঘ খালের এক কিলোমিটার অংশও এখনো সংস্কার হয়নি। পরিদর্শনের টিমে নারায়নবাবু ছাড়া ছিলেন কমিটির অফিস সম্পাদক কানাইলাল পাখিরা,সদস্য নিমাই বাগ প্রমুখ।
নারায়নবাবুর আরো অভিযোগ,খালের মাটি অনেক জায়গায় খালবাঁধের শ্লোপে ফেলানো হচ্ছে,যা বর্ষার সময় খালে এসে পড়বে। খাল সংস্কারের সমস্ত মাটি খালের ভেতর থেকে বাঁধে তুলতে হবে। আমরা এ ব্যাপারে শীঘ্রই সেচ দপ্তরের দৃষ্টি আকর্ষণ করব।
