কাঁথির সাংসদ শিশির অধিকারীর পদ খারিজে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করলো তৃনমূল।কেন ব্যবস্থা গ্রহণে এত দেরি হচ্ছে সেই প্রশ্ন তুলে এবার লোকসভার স্পীকার ওম বিড়লাকে চিঠি দিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা কাঁথির তৃনমূল সাংসদ শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে তৃণমূলের আবেদনের শুনানি হয় ২৮ জুলাই।উল্লেখ তৃণমূলের টিকিটের সাংসদ হলেও গত বিধানসভা নির্বাচনে অমিত শাহের সভায় দেখা গিয়েছিল শিশির অধিকারীকে। যদিও আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেননি তিনি। তবে বিধানসভা নির্বাচনে ছেলে শুভেন্দু অধিকারীকে সমর্থন করার কথা বলেছিলেন শিশির অধিকারী।
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে লোকসভার এথিক্স কমিটির করা চিঠির প্রেক্ষিতে জবাব দিয়েছেন শিশির অধিকারী।সেখানে শিশির বাবু অভিযোগ করেন, সুদীপ বন্দোপাধ্যায়ের দেওয়া অভিযোগপত্রের প্রতিটি পাতায় স্বাক্ষর করা হয়নি। এমনকী স্থান উল্লেখ করা হয়নি বলেও অভিযোগ করেছেন শিশির।
সেই চিঠির পাল্টা দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যা।শিশির অধিকারীর অভিযোগ ভিত্তিহীন দাবিনকরে কেন শিশির অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে এত দেরি হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।