Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

।। দাদার দুই অনুগামীর লড়াই কোলাঘাটেঃবিজেপি ও নির্দল প্রার্থীর ব্যানারে শুভেন্দু অধিকারীর ছবি ।।

এক দিকে টিটুন চক্রবর্তী। আর অন্যদিকে অচিন্ত্য সামন্ত।প্রথম জন বিজেপি প্রার্থী,প্রতীক পদ্ম।অন্যজন নির্দল প্রার্থী,প্রতীক নারকেল।একে অপরের প্রতিদ্বন্ধী।তবু এদের মধ্যে মিল আছে।কারন দুজনের ব্যানার-ফ্লেক্সে জ্বলজ্বল করছে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা
শুভেন্দু অধিকারীর ছবি।দুজনেই ভোট ভিক্ষা করছেন দাদার নামে।কারন টিটুন চক্রবর্তী আর অচিন্ত্য সামন্ত দুই প্রার্থীই দাদার অনুগামী বলে পরিচিত এলাকায়।স্বাভাবিক কারনে এর জেরে বিড়াম্বনায় পড়েছে বিজেপি। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পঞ্চায়েত সমিতির
৪ নম্বর আসনটি তাই সবার নজর আটকে।কারন খন্যাডিহি এলাকায় পঞ্চায়েত সমিতির এই সিটে তৃণমূল,বিজেপির পাশাপাশি দাঁড়িয়েছে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী। ত্রিমুখী লড়াই

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, এটি সম্পর্ণ অন্যায়।
পার্টি কোন ভাবেই অনুমোদন করবে না বলেও জানিয়েছেন বিজেপির কোলাঘাট ব্লক কনভেনর তুষার দোলই। তবে দলের বার্তা তোয়াক্কা না করেই শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে নিজেকে শুভেন্দু অধিকারীর অনুগামী বলেই এলাকায় নিজের প্রচার চালাচ্ছেন অচিন্ত্য বাবু।
তিনি গ্রামে গ্রামে গিয়ে গ্রামসভা ও জেলা পরিষদের ভোটটি বিজেপি দেওয়ার জন্য আবেদন করছেন।আবার পঞ্চায়েত সমিতির ভোটটি তাকে অর্থাৎ নির্দলে দেওয়ার কথা বলছেন ভোটারদের। অচিন্ত্য বাবু দিনরাত এককরে চালাচ্ছেন প্রচার। বহুদিন রাজনীতির সাথে যুক্ত
ছিলেন। তাই তাঁর বিগত দিনের উন্নয়ন ও মানুষের পাশে থেকে কাজ করেছিলেন, সেই বার্তাকে সামনে রেখেই চালাচ্ছেন প্রচার। নিজেকে জেতার ব্যপারে শতভাগ আশাবাদী বলে জানান সংবাদমাধ্যমে। সময়ই বলবে হারজিতের বিষয়। তবে এক দিকে বিজেপির প্রার্থী
প্রচারের ব্যানারে ছবি শুভেন্দু অধিকারীর আবার নির্দলের প্রচারের ব্যানারে শুভেন্দু অধিকারীর। ফলে এই প্রচারকে ঘিরে দেখা দিয়েছে দলীয় ভাবে বিতর্ক।
অচিন্ত্য বাবুর দাবি, দলীয় ভাবে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করায় নিতে মনোনয়ন পত্র জমা দেন বিজেপির হয়ে। তবে শেষ মুহুর্তে অজ্ঞাত কোন কারনে সেই জায়গায় বিজেপির টিকিট পান টিটুন চক্রবর্তী। যার ফলে তিনি মনোনয়ন পত্র প্রত্যাহার
করার সুযোগ না থাকায় তাকে নির্দল প্রার্থী হিসেবে রয়ে যেতে হয়েছে। নারকেল চিহ্ন দেওয়া হয় অচিন্ত্য সামন্তকে। তবে রাজনীতির ময়দানে জায়গা ছাড়তে নারাজ অচিন্ত্য বাবু। তাই রীতি মতো দেওয়াল লেখন থেকে শুরু করে ফ্লেক্স ব্যানারে ছয়লাপ করে দিয়েছেন অচিন্ত্য বাবু।
নিজেকে শুভেন্দু অধিকারী অনুগামী বলেই নিজেকে প্রচার চালাচ্ছেন।তিনি তার প্রচারের ফ্লেক্সে নারিকেল চিহ্নের পাশাপাশি রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
তবে শেষ হাসি হাসে কে? তা সময়ই বলবে।

Related News

Also Read