প্রদীপ কুমার সিংহ
গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম গোলক সরদার (৫৩)। বাড়ি বারুইপুর থানার অন্তগত কল্যায়পুর অঞ্চলের ইন্দারপালা এলাকায়। পুলিশ ও পরিবারের সূত্রে খবর গোলক বাবু মাছের ব্যবসা করত। তবে গোলক বাবু মানসিক চিন্তা করতেন খুব।

সোমবার রাতের বেলা সবার সঙ্গে খাওয়া দাওয়া করে ঘরে শুতে যায় ভোরবেলায় বাড়ির বারান্দায় টালি আড়ায় গলায় দড়ি দেয় পাশে মানুষ জানতে পারলে সঙ্গে সঙ্গে পরিবারের অন্য লোকজনকে ডাকে এবং গোলক বাবুকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে আসে। চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করে। তবে পরিবারের লোকেরা কেউ কিছু বলতে পারেনি কি জন্য গোলক বাবু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। পরিবারের কারোর সঙ্গে কোন অশান্তি বা গ্রামে কারো সঙ্গে কোনো গঙ্গ গোল ছিল না। বারুইপুর থানা খবর দিলে বারুইপুর থানা পুলিশ গোলক বাবু নিথর দেহটি ময়নাতন জন্য পাঠায় মঙ্গলবার দুপুরে। এই অস্বাভাবিক মৃত্যুর জন্য বারুইপুর থানা পক্ষ থেকে তদন্ত শুরু করেছে।





