পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের বটতলা আনন্দময়ী লায়ন্স ক্লাব প্রথম বছর আয়োজন করল বরিষ্ঠ সম্মাননা ও গন ভাইফোঁটা। পূর্ব মেদনীপুর জেলার রামনগর থানা এলাকার বটতলা আনন্দময়ী মন্দির প্রাঙ্গণে উত্তর রামনগর আনন্দময়ী সার্বজনীন শ্যামা পূজা কমিটির সহযোগিতায় লায়ন্স ক্লাব অফ বটতলা আনন্দময়ী বরিষ্ঠ সম্মাননা ও গন ভাইফোঁটার আয়োজন করেছিল।

এই সংস্থার সূত্রে জানা যায় পার্শ্ববর্তী এলাকার সত্তরের উর্ধ বরিষ্ঠ ব্যক্তি এবং দিদি অথবা বোন নেই তাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল। সেই সমস্ত ব্যক্তি এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন এবং বাঙালির নিয়ম রীতি নীতি মেনে ভাইফোঁটার আয়োজন করা হয়। ভাইফোঁটা দেওয়া হয় সংস্থার পক্ষে দিদিরা। ভাইফোঁটা অনুষ্ঠানের পর প্রত্যেককে ফুলের তোড়া মিষ্টি প্যাকেট এবং শাল দিয়ে সম্বর্ধিত করা হয়। ভাইবোনের ভালবাসার বন্ধনের এক পবিত্র উৎসব উদযাপন হল। বৃহস্পতিবার রাজ্যের নানা প্রান্তে ভ্রাতৃদ্বিতীয়া পালিত হয়েছে। সেই দিনেই জীবনে হয়তো প্রথম ভাইফোঁটা পেলেন স্থানীয় এলাকার বেশ কিছু বরিষ্ঠ নাগরিক সোনাকনিয়া, মৈতনা, ডেমুরিয়া, বেলবনি, কলাপুজা বাসিন্দাগন। মন ভাল করা এই আয়োজন করেন স্থানীয় বটতলা আনন্দময়ী হাই স্কুলের প্রধান শিক্ষক তৎসহ লায়ন্স ক্লাবের সদস্য হৃষিকেশ দাস ও অন্যান্য লায়ন্স ক্লাবের প্রতিনিধিবৃন্দ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা তৎসহ লায়ন্স ক্লাব অফ বটতলা আনন্দময়ী এর সদস্যা রিজিয়া বিবি, লায়ন্স ক্লাব অফ বটতলা আনন্দময়ী এর চেয়ারম্যান বিমল কুমার রায় বলেন আমরা সবসময় মানুষের পাশে ছিলাম এখনো আছি আগামী দিনেও থাকবো।

আমাদের কাজ মানুষের পাশে থাকার। উপস্থিত মানিকাবসান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অরুন কুমার পাল, বরিষ্ঠ নাগরিক গন জানিয়েছেন আনন্দিত আপ্লুত নিজেরাই বলেন এত আনন্দ পেয়েছি ভাষায় প্রকাশ করা যাবে না। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুব খুশি।
এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ থেকে সভাপতি বিমল কুমার রায় , সম্পাদক অসীম কুমার মিশ্র, কোষাধ্যক্ষ অরুণ কুমার পাল, শুভাশিস মাইতি, শশাঙ্ক শেখর বাগ,শ্যামাপূজা কমিটির সভাপতি সুভাষ মাইতি,সম্পাদক প্রশান্ত দাস। সংবর্ধিত ব্যক্তিগণ হলেন সুভাষচন্দ্র পয়ড়্যা,শশাঙ্ক শেখর বাগ, অনন্ত বর, অধীর পাল, সুধীরচন্দ্র খাটুয়া, বিনয় রায়, সুধীর পানিগ্রাহী, অনুকূল মিশ্র, অর্ধেন্দু শেখর কর, সিতাংশু রাউত, সুভাষ মাইতি, নির্মল কুমার করন।





