৮০ তম জন্মদিনে পদার্পণ করলেন গৌরী শংকর দাস - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৪শে আষাঢ়, ১৪৩২ মঙ্গলবার ( ৮ই জুলাই, ২০২৫ )

৮০ তম জন্মদিনে পদার্পণ করলেন গৌরী শংকর দাস

নেশাকে পেশা করে জীবনের বহু চড়াই উতরাই পেরিয়ে শনিবার ৮০ তম জন্মদিনে পদার্পণ করলেন উপকূল বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রাণপুরুষ গৌরী শংকর দাস। শনিবার উপকূল বার্তার পরিবার এর পক্ষ থেকে ৭৯ বছর পুর্তির কারণে ৭৯ গোলাপ সম্বলিত পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানানো হয়। পরে বিপুল উৎসাহের সঙ্গে জন্মদিনের কেক কেটে এই বর্ষিয়ান সাংবাদিকের জন্মদিন পালন হয়।

তিনি আনন্দবাজার, আজকাল, যুগান্তর, অমৃতবাজার, সংবাদ প্রতিদিন, বর্তমান সহ সর্বভারতীয় স্তরে প্রথম সারির একাধিক সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন। সাংবাদিকতার অভিজ্ঞতায় আপোষহীন সাংবাদিকতার ফসল হিসেবে দৈনিক উপকূল বার্তা আজও প্রকাশিত এবং পাঠক কুলে সমাদৃত।

 

তিনি একাধিক গল্পগ্রন্থ প্রকাশ করেছেন। তার জন্মদিন উপলক্ষে বহু ব্যক্তিত্ব ও গঠন শুভেচ্ছা জানিয়েছে।

Related News

20:59