প্রবাদপ্রতিম চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ভারতরত্ন ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন ও প্রয়ান দিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে লায়ন্স ক্লাব অফ কন্টাই তেও উদযাপিত হলো চিকিৎসক দিবস। সেই সঙ্গে উদযাপিত হল লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট ফাউন্ডেশন ডে। বৈদিক মন্ত্র উচ্চারণ ,ব্রহ্ম সংগীত প্রদীপ প্রজ্জ্বলন দিয়ে শুরু করে এক ভাব গম্ভীর পরিবেশে পরম শ্রদ্ধার সঙ্গে ডাঃ বিধান চন্দ্র রায় কে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা জানানো হয় কাঁথির বিখ্যাত সার্জেন ডক্টর বিক্রমজিত মাইতি সহ লায়ন্স ক্লাব অফ কন্টাইয়ের সমস্ত চিকিৎসককে। অত্যন্ত সুললিতভাবে বক্তব্য রাখেন কলকাতা নীলরতন সরকার মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর সার্জেন ডাঃ বিক্রম জিৎ মাইতি। বক্তব্য রাখেন ডঃ জি কে ঘোষ ,
ডাঃ গৌতম জানা এবং অবজার্ভেশন কমিটির চেয়ারম্যান ডাঃ অনুতোষ পট্টনায়ক।

ডিস্ট্রিক্ট ফাউন্ডেশন দিবস উপলক্ষে লায়ন্স ক্লাবের ইতিহাস তুলে ধরেন প্রফেসর লক্ষ্মীনারায়ণ সাহু এবং প্রফেসর অশোক কুমার জানা । সভাপতিত্ব করেন তপন কুমার সাহু ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদক উৎপল কুমার জানা। সঞ্চালনায় ছিলেন লায়ন সোমনাথ মাইতি।এদিন সকালে কাঁথি শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ডায়াবেটিস ও হাইপার টেনশন বিষয়ে সচেতন করা হয় সাধারণ মানুষকে। পথ চলতি মানুষের ব্লাড সুগার, প্রেসার ও অক্সিজেনের পরিমাপ করা হয়। প্রায় দুই শতাধিক মানুষ শিবিরে এই পরিষেবা গুলি গ্রহণ করেন।





