কাঁথির সাবাজপূট গ্রাম পঞ্চায়েতের পায়রাচালি ও বৈদ্যহরনিয়া গ্রামে নবারুণ সংঘের উদ্যোগে এক জমজমাট সিনিয়র নক আউট ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন হলো বৃহস্পতিবার। মোট ৮টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী শিশির অধিকারী। এছাড়া ও উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস, উত্তর কাঁথি প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতি,সোমনাথ রায় , কাঁথি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি উমেশ প্রধান,ক্লাবের সভাপতি দীপক নায়ক, সম্পাদক দুর্গাপদ নায়ক, ক্রীড়া সম্পাদক সত্যজিৎ নায়ক।
খেলোয়াড়দের উৎসাহিত করে শিশির অধিকারী বলেন, “খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। এই ধরনের প্রতিযোগিতা স্থানীয় প্রতিভা তুলে ধরতে সাহায্য করে।” বিধায়ক অরূপ দাসও প্রতিযোগিতার সাফল্য কামনা করেন।

এই টুর্নামেন্টের ফাইনাল খেলার জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ১০ হাজার টাকা নগদ ও একটি ট্রফি, অন্যদিকে রানার্স আপ দল পাবে ৭ হাজার টাকা নগদ ও ট্রফি। স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতা এলাকার ক্রীড়ামহলে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।





