দীপাবলী উৎসব এর আগে পরিবেশকে দূষণমুক্ত রাখতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার হল। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা এলাকায় বিভিন্ন বাজারে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শব্দবাজি ও মশলা উদ্ধার করে। পাশাপাশি তিনজন বাজি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের সোমবার তমলুক আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে পাঁশকুড়ার তিন জায়গায় হানা দিয়ে প্রায় ২১০ কেজি শব্দবাজি উদ্ধার করা হয়। এর আগে পুলিশ অভিযান চালিয়ে এগরা থানা এবং নন্দকুমার থানা এলাকায় বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করেছিল। জেলা পুলিশ সূত্রে জানা গেছে দীপাবলীতে পরিবেশ দূষণ প্রতিরোধ করতে বিভিন্ন থানা নিরন্তরভাবে অভিযান চালাবে।
Post Views: 10





