প্রদীপ কুমার সিংহ
বুধবার সকালে গাছ কাটতে গিয়ে গাছের গুড়ি মাথায় পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম হক সাহেব মন্ডল (৩৯)। ডাক নাম কালু। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কেয়া তলার নোর এলাকায়। পরিবারের সূত্রে খবর বাড়ির কাছে একটি বাগানে গাছ কাট ছিল। গাছে গুড়ি কেটে কাঁধে করে আনতে গিয়ে হঠাৎ গাছের গুড়ি অসাবধান বসত মাথায় পড়ে। মাথায় গুরুতর আঘাত লাগে হক সাহেবর।
স্থানীয় বাসিন্দার ও অন্যান্য বন্ধুরা প্রথমে হক সাহেবকে সূর্যপুর একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে চিকিৎসক স্থানান্তরিত করে বারুইপুর মহকুমা হাসপাতালে। বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক তাকে দেখে এবং কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় হাসপাতালে। এলাকায় এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে।
বারুইপুর থানায় খবর গেলে বারুইপুর থানা পুলিশ মৃত ব্যক্তির নিথর দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। এই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।





