প্রদীপ কুমার সিংহ :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের অভিযান আমার মাটি আমার দেশ।একটি বাগান তৈরি ,করবে দিল্লিতে। এই উপলক্ষে সারা ভারতবর্ষের প্রতিটি স্বাধীনতা সংগ্রামীর বাড়ি থেকে মাটি নিয়ে গিয়ে সেই বাগান তৈরি হবে।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানা অন্তর্গত সুভাষগ্রাম নেতাজী সুভাষচন্দ্র বোসের বাড়ি থেকে বৃহস্পতিবার সেই মাটি সংগ্রহ করল বিজেপি পার্টির কর্মীরা।
রাজ্যে এক বিজেপি নেতা বৃহস্পতিবার যাদবপুর জেলা কার্যালয়ে বারুইপুরে সাংবাদিক বৈঠক করে বলেন ভারতের প্রধানমন্ত্রী যশশ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী স্বপ্নে একটি বাগান তৈরি করবে, দিল্লির একটি কর্তব্যরত রাস্তায়। যেটি নাম দেওয়া হয়েছে অমৃত মাটিকা।দিল্লিতে একটি বাগান তৈরি জন্য সারাদেশ জুড়ে এই মাটির সংগ্রহ করবে বিজেপি পার্টি কর্মীরা।
আগস্ট মাসে শেষের দিকে সারা ভারতবর্ষ থেকে মাটি দিল্লিতে নিয়ে যাওয়া হবে। সেখানে একটি বাগান করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাগান টির নাম অমৃত মাটিকা। এই মাটি ভারতের স্বাধীনতা সংগ্রামির যেখানে থাকেন সেখানকার এবং তাদের আত্মীয়দের বাড়ি থেকে সেই সঙ্গে ভারতের যেসব সৈনিক দেশের জন্য প্রাণ দিয়েছেন বা যেসব পুলিশ দেশের হয়ে প্রাণ দিয়েছেন তাদের বাড়ি থেকে এই মাটি সংগ্রহ করবে বিজেপি পার্টির কর্মীরা। এ মাসের ২৮/২৯ তারিখে নাগাদ দিল্লিতে নিয়ে যাবে সেই মাটি।