পূর্ব মেদিনীপুর জেলা সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুকের নিমতৌড়িতে প্রশাসনিক বৈঠক করেন ।তারপরে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।

তার মাঝে পূর্ব মেদিনীপুরের ঢোকার মুখে পাঁশকুড়া থেকে শুরু করে মেচেদা কোলাঘাট সর্বত্রই রাস্তার দুপাশে দাঁড়িয়ে সারি সারি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান।

এদিন মেচেদার শান্তিপুরের গ্রাম প্রধান তৃণমূল নেতা সেলিম আলীর নেতৃত্বে কয়েকশো কর্মী সমর্থক মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী ঢোকার মুখেই হাত নাড়িয়ে মুখ্যমন্ত্রীর কনভয় দাঁড় করানোর চেষ্টা করেন তিনি, তবে সৌজন্য সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কনভয় দাঁড় করেন, তবে বেশি সময় না থেকে ব্যস্ত আছেন বলেই সকলকে হাত দেখিয়ে বেরিয়ে যান গন্তব্যস্থলে।

Post Views: 60





