Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

কাঁথিতে নোনা জলে চিংড়ি ও কাঁকড়া চাষের প্রশিক্ষণ শিবির

পূর্ব মেদিনীপুর জেলার  কাঁথি ৩ ব্লক মৎস্য দপ্তরের আয়োজন বিজ্ঞান সম্মত  ভাবে নোনা জলে চিংড়ি, কাঁকড়া ও মাছ চাষে বিষয়ে তিন দিনের প্রশিক্ষন শিবির হলো।  শিবিরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি  বিকাশ চন্দ্র বেজ।

পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি  বিমল চন্দ্র শাসমল  কাঁথি ৩ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ নন্দী, জেলা পরিষদ সদস্যা মিতারানী সাউ, পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ  শিবানী খিলা, কাঁথি ৩ পঃ সঃ র কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ   অশোক প্রধান, ট্রেনী হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মৎস্য আধিকারিক  প্রশান্ত কুমার মান্না, ব্লক মৎস্য আধিকারিক  প্রসূন মাইতি  ও অন্যান্য ব্যক্তিবর্গ।এই প্রশিক্ষণ শিবিরে মাছ ও কাঁকড়া চাষের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। রোগ প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি লাভজনক চাষের পদ্ধতিও চাষীদের জানানো হয়।

Related News