Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

বাঁশ জঙ্গলে বোম ফেটে আহত মা ও নাবালক।।

পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন করে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা এলাকার ইটাবেড়িয়াতে।পাতা কুড়াতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হল এক মা ও তার শিশু। সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে ছড়ায় উত্তেজনা।ঘটনাস্থলে চলছে পুলিশের টহলদারি। রাজ্যের শাসক দল তৃনমূল ও প্রধান বিরোধী দল বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলতে শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন বাঁশ বাগানে বাঁশপাতা কুড়াতে গেছিল ভগবানপুর বিধানসভা এলাকার ইটাবেড়িয়া গ্রামের বাসিন্দা শাহানা বিবি ও তার ছয় বছরের শিশু পুত্র। পাতার মধ্যে কিছু একটা দেখতে পেয়ে সেটা হাতে তুলে নেয় শিশুটি। অবাক মা জিনিসটি ফেলে দিতে বলে। নরম হাতে মায়ের দিকে অজানা জিনিসটি ছুঁড়ে দেয় ছোট্ট শিশু। তখনই ঘটে বিস্ফোরণ। ঘটনায় গুরুতর আহত হন মা ও ছোট্ট শিশু। বর্তমানে তাদের চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে।



এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন পঞ্চায়েত ভোটের আগে এলাকায় এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরীর চেষ্টা করছে তৃনমূল।বোম সেই কারনে জড়ো করছিলো।ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন বিধায়ক।


ভগবানপুর ২  ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বিকেশ মান্না বলেন ঘটনার পিছনে রয়েছে বিজেপি। সামনে পঞ্চায়েত ভোট তার আগে এলাকায় আতঙ্ক তৈরি করছে বিজেপি।এখন ধরা পড়ে গিয়ে দোষ ঢাকার চেষ্টা করছে

Related News