শাসক দলের শ্রমিক সংগঠনকে বিপুল ভোটে হারিয়ে ক্ষমতা দখল করলো সিপিএমের শ্রমিক সংগঠন। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রমোদ সংস্থার নির্বাচনে গোহারান হারলো শাসক দল ।
কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রমোদ পরিচালন কমিটির মোট আসন সংখ্যা ১৮টি।গত নির্বাচনে ১৪টিতে জয়লাভ করেছিলো বাম শ্রমিক সংগঠন সিটুর প্রতিনিধিরা।তৃনমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি মাত্র ৪টি আসনে জয়ী হয়েছিলো।
মংগলবার পরিচালন কমিটির নির্বাচন হয় । ১৮টি আসনে ভোট গ্রহন হয় ।ফল ঘোষনার পরে দেখা যায় গত বারের থেকে ২টি সিট বাড়িয়ে সিটুর আসন হয়েছে ১৬টি।শাসক দলের শ্রমিক সংগঠনের আসন সংখ্যা কমে হয়েছে ২টি।স্বাভাবিক ভাবে এই ফল প্রকাশের পরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়ায় সারা জেলা জুড়ে ।
শাসক দলের শ্রমিক সংগঠনের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এই ঘটনার পরে । আইএনটিটিইউসির সমর্থককেরা বলছেন দলের এই ভরা বাজারের কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রতি বছর পরিচালন কমিটির নির্বাচনে লজ্জাজনক হার হচ্ছে।অবিলম্বে দলের নেতৃত্বদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের দাবি তুলেছেন তাঁরা