Select Language

[gtranslate]
৩০শে শ্রাবণ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১৪ই আগস্ট, ২০২৫ )

দুদিন ব্যাপী সাঁতার প্রতিযোগিতা বারুইপুর সুইমিংপুলে 

প্রদীপ কুমার সিংহ 

দক্ষিণ ২৪ পরগনা ক্রীড়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও বারুইপুর পৌরসভার সহযোগিতায় দুদিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা হয় বারুইপুর পৌরসভার সুইমিংপুল। এই প্রতিষ্ঠা শুরু হয় সোমবার শেষ হবে মঙ্গলবার। সোমবার দিন মোট ইভেন্ট হয় ৩৯ টি। মঙ্গলবার দিন এই প্রতিযোগিতায় ইভেন্ট হবে ৪৮ টি। সারা দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে মোট ১৫১ জন প্রতিযোগী এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে। এক এক জন প্রতিযোগী সর্বমোট পাঁচটি ইভেন্টে নামতে পারবে।

সোমবার এই প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায়,চৌধুরী ৬ নম্বর ওয়ার্ডে পৌরপিতা বিকাশ দত্ত, ১৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আশীষ দেবরায়।

শক্তি রায় চৌধুরী বলেন এই প্রতিযোগিতা ৩৯ বছরের পদার্পণ করে। প্রতিযোগিতায় যারা প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থানাধিকারী তারা রাজ্য সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। দক্ষিণ ২৪ পরগনা ক্রীড়া অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অমল কবিরাজ বলেন এই প্রতিযোগিতা পুরুষের ১,২,৩ বিভাগ ও মহিলাদের ১,২,৩ বিভাগে ভাগ করা হয়েছে।

পুরুষের যে কটা ইভেন্ট থাকবে মহিলাদেরও সেই একই ইভেন্টে অংশগ্রহণ করবে। সোমবার সকাল ১১ টা থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে তা চলে দুপুর তিনটে পর্যন্ত। শুক্রবার যে কটা ইভেন্ট হয়েছে সেই সফল প্রতিযোগীকে মেডেল ও সংশয় পত্র পুরস্কার দিয়ে দেওয়া হয়। এই পুরস্কার দেন বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related News

Also Read

22:03