এটিএম প্রতারণার অভিযোগে গ্রেফতার হলো এক ব্যক্তি। ধৃত ব্যক্তি এগরা থানার কালিকাপুর গ্রামের বাসিন্দা অমিত পাইক কে আজ কাঁথি মহকুম আদালতে তোলা হয়। বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজততের নির্দেশ দেন। অভিযোগ ২০২৩ সালের ২৭ ডিসেম্বর এক ব্যক্তির এটিএম কার পরিবর্তন করে নিয়ে নেয়।
তার কিছুক্ষণ বাদে ওই ব্যক্তি ফোনে মেসেজ আসতে থাকে টাকা তোলার। কয়েক দফায় প্রায় লক্ষাধিক টাকা তুলে নেয় বলে অভিযোগ। প্রতারিত ব্যক্তি এগরা থানায় ২০২৩ সালের ২৮ ডিসেম্বর অভিযোগ জানালে পুলিশ তদন্ত নামে। আমি না এলাকার সিসি ক্যামেরা খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা যায়। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে অমিত পাইককে ইফতার করে এগরা থানার পুলিশ। বুধবার তাকে কাঁথি মহাকুম আদালতে তোলা হয়।
Post Views: 15