প্রদীপ কুমার মাইতি:-রক্তের সংকট মেটাতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের ভবানীচক মৈত্রী সংঘের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রচন্ড গরমের কারণে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে, সেই কারণে ভবানীচক মৈত্রী সংঘের পক্ষ থেকে মুমূর্ষ রোগীদের জীবন বাঁচানোর জন্য এই রক্তদান শিবিরের আয়োজন। এই শিবিরে ১০০ জন স্বেচ্ছায় রক্ত দান করলেন । এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে। এই অনুষ্ঠানে আয়োজক সংস্থার তরফে রক্ত দাতাদের সম্বর্ধনা জানানো হয়েছে। এ দিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন এগরার বিধায়ক তথা শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি।
তিনি জানান, প্রচণ্ড গরমে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তবে একফোঁটা রক্তের বিনিময়ে মুমূর্ষু রোগীর জীবন বাঁচে। শুধু রক্তদান শিবিরে সীমাবদ্ধ নয়, সারাবছর এই ক্লাব নানা সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত থাকে। অনুষ্ঠানে উপস্থিত পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, জেলা পরিষদের সদস্য পার্থসারথি দাস, বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকুমার রাউল, উপ-প্রধান পিজুস চক্রবর্তী, সর্বোদয় গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান পূর্ণেন্দু শেখর দাস, বিশিষ্ট সমাজসেবী সন্দীপ পাত্র, শিক্ষাবিদ হেমন্ত দোলাই, আয়োজক সংস্থার সভাপতি আশীষ দাস ও সম্পাদক নিখিলেশ দাস, বিকাশ সাউ, সুশোভন দাস, রবিশঙ্কর খুটিয়া, প্রবীর জানা, অপরেশ দাস, গণেশ গিরি – সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।