Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে আমনধান ও ফুলের ক্ষতি

ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে আজ পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় ও বৃষ্টি হয়েছে। অন্যদিকে অন্য ব্লকগুলিতেও ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হয়েছে।

কৃষক সংগ্রাম পরিষদ ও সারা বাংলা ফুলচাষী- ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,যে সমস্ত আমনধান আগেই রোপন হয়েছিল,সেই ধানগাছগুলির ধান শীষের ফুলগুলি এই অকাল বর্ষণে ঝরে গিয়ে এবং গাছগুলি নুয়ে গিয়ে আমন ধানের খানিকটটা ক্ষতি হলো। পাশাপাশি ফুলচাষের ক্ষেত্রেও গাঁদা-দোপাটি সহ পাপড়ি যুক্ত বিভিন্ন ফুলের পাপড়ির ভেতর জল ঢুকে ওই ফুলের পাপড়িগুলি পচে গিয়েও ফুলের গুণমান খানিকটা নষ্ট হবে।

Related News

Also Read