Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।।। শনিবার নির্বাচনের সারা দিন নন্দ নায়কবাড়ে কাটবে শুভেন্দুর ।।

শুনলো না হাইকোর্ট।নির্বচন কমিশনের নোটেশকে মান্যতা দিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে শনিবার সারা দিন নন্দ নায়কবাড়ে কাটানোর নির্দেশ দিলো কলকাতা উচ্চ ।শনিবার ৮ জুলাই গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বৃহস্পতিবার
কাঁথি থানার তরফে শুভেন্দু অধিকারীকে একটি নোটিস দেওয়া হয়। ওই নোটিসে পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন বলেছিল, শনিবার, পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন অর্থাৎ সকাল ৭টা থেকে সন্ধে ৫টা পর্যন্ত শুভেন্দু তাঁর ভোট কেন্দ্র অর্থাৎ নন্দীগ্রামের
নন্দ নায়কবাড় (যে বুথে তাঁর নাম রয়েছে) এর বাইরে কোথাও যেতে পারবেন না। এমনকি, শুভেন্দুর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী এবং কেন্দ্রীয় বাহিনীও ওই বুথে থাকতে পারবে না বলে জানানো হয়েছিল ওই নোটিসে।

সেই নোটিসকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। শুক্রবার তাঁর আবেদন খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা। পরিবর্তে বিচারপতি জানান, ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে নিজের নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করতে পারবে না
শুভেন্দু। নিজের স্থানীয় থানার বাইরে নিরাপত্তারক্ষীদের ব্যবহার করতে পারবেন না।

এদিন শুনানিপর্বে শুভেন্দু অধিকারীর আইনজীবী সৌম্য মজুমদার বলেন, কাঁথি থানা নোটিস দিয়েছে উনি যেখানে ভোটার নন, সেখানে যেতে পারবেন না। বিরোধী দলনেতার অনেক কাজ থাকে। কোনও কর্মী মার খেলে তাঁকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয়। পাল্টা কমিশনের
আইনজীবী জিষ্ণু সাহা বলেন, সব রাজনৈতিক নেতাদের জন্য এটা প্রযোজ্য। প্রার্থী যেতে পারেন। কিন্তু অন্য কোনও রাজনৈতিক নেতার তাঁর এলাকার বাইরে ঘোরাঘুরি নিয়ন্ত্রণ করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনেও একই নিয়ম

হাইকোর্টে ধাক্কা খাওয়ায় পঞ্চায়েত ভোট চলাকালীন বুথে বুথে ঘুরে পরিদর্শন করতে পারবেন না শুভেন্দু অধিকারী। তাঁর নিজের এলাকা কাঁথির বুথে তো নয়ই। তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের সমস্ত বুথে যেতে পারবেন না তিনি।

Related News