Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। রথের দিনে শব্দের মেঠোপথ পত্রিকার উদ্যোগে সাহিত্যবাসর ।।

দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকা পরিবারের নতুন ভাবনা “পরিবারের সঙ্গে একটি বিকেল” – শুভ উদ্যোগ পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রার দিনে জরারনগরে সমরেশ সুবোধ পড়িয়ার বাড়ির বৃক্ষতলে অনুষ্ঠিত হলো একান্ত পরিবার কেন্দ্রিক বৈকালিক ঘরোয়া মাসিক সাহিত্য আড্ডা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমরেশ সুবোধ পড়িয়া ৷ প্রধান অতিথি ছিলেন কবি অজিত কুমার জানা৷ উপস্থিত ছিলেন ভূপাল কুমার মাইতি, অনিল কুমার সাহু, মিহির বরণ পান্ডে, কৃষকরত্ন জলধর নায়ক, মধুসূদন জানা, বৃক্ষমিত্রা তনুশ্রী কর জানা, উত্তমকুমার গুড়্যা, প্রদীপ শাসমল, মহামায়া গোল, রক্ষিত পাত্র, জ্যোতির্ময় বারিক, বিশ্বজিৎ ধান্দা, বিশ্বজিৎ নায়ক, হস্তশিল্পী কমলিনী জানা, শতাক্ষী জানা, শুচিস্মিতা জানা, মীনাক্ষী পড়্যা, স্নেহাক্ষী জানা, স্মিতাক্ষী জানা, সচ্চিদানন্দ জানা ও সঞ্জয় কুমার পড়্যা প্রমুখ বিশিষ্টজনেরা৷ সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ, নৃত্য, সঙ্গীত ও বক্তব্যে আজকের রথযাত্রা উৎসবের মাহাত্ম্য বর্ণনা করেন সবাই৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কবি তনুশ্রী কর জানা৷ ম্যাজিসিয়ান মধু পরিবেশন করেন ম্যাজিক ও স্বরচিত কবিতা৷ নৃত্য পরিবেশন করেন উত্তমকুমার গুড়্যা৷ অনুষ্ঠানে বৃক্ষমিত্রা তনুশ্রী কর জানা-র দেওয়া একটি বটবৃক্ষ চারা রোপণ করা হয়৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক কবি ও সুবক্তা ড. বিষ্ণুপদ জানা ৷ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সমরেশ সুবোধ পড়িয়া ৷

Related News