Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে আইসিডিএস কর্মীরা ।

শুক্রবার দুপুরে নদিয়ার কৃষ্ণনগরে পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির উদ্যোগে কাজের স্থায়িত্ব করণের দাবি সহ মাসিক ২৬ হাজার টাকা বেতন চালুর দাবি ছাড়াও পেনশন প্রকল্প চালু করার দাবি সহ দশ দফা দাবিতে ডিসট্রিক্ট প্রজেক্ট অফিসারের (ডিপিও) অফিসে গিয়ে বিক্ষোভ দেখালেন আইসিডিএস কর্মীরা।

তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহৎ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির বলেও এই দিন হুঁশিয়ারি দেওয়া হয় বিক্ষোপকারীদের পক্ষ থেকে।

এদিন আইসিডিএস কর্মীদের পক্ষ থেকে লিখিত আকারে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় ডিপিওর কাছে। তাদের দাবি, স্বল্প বেতনের বিনিমযয়ে আইসিডিএস কর্মীদের বিভিন্ন ধরনের সরকারি কাজ করতে হয়। কিন্তু সঠিক সময়ে তাঁরা বেতন পান না। বর্তমানে মাসিক যে বেতন তাদের দেওয়া হয় তা অতি নগণ্য যা দিয়ে বর্তমান দুর্মূল্যের বাজারে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি সরকারিভাবে যে কোনো রকম সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। সরকারি বেশ কিছু প্রকল্পের কাজ করতে গেলে তাদের অত্যাধুনিক মোবাইল ফোনের প্রয়োজন সেটাও সরকার থেকে তাদের দেওয়া হয়নি। কাজেই অবিলম্বে ন্যূনতম মাসিক ২৬ হাজার টাকা বেতনের দাবি ছাড়াও পেনশন স্কিমে আইসিডিএস কর্মীদের নিয়ে আসার দাবি সহ মহামান্য উচ্চ আদালতের নির্দেশ মেনে গ্রাচুইটি চালু করার দাবি সহ মোট ১০ দফা দাবিতে এই দিন দুপুরে কৃষ্ণনগরের দ্বিতীয় অফিসে এক বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন আইসিডিএস কর্মীরা। পাশাপাশি ডিপি ওকে লিখিত আকারে স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারিরা।

Related News