রাজ্য জুড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ধারাবাহিক মৃত্যু অব্যাহত ।বিগত কয়েকদিনে বেশ কয়েকজনের মৃত্যু দেখলো বাংলার মানুষ ।এর প্রতিবাদে আন্দোলনে নামলো কংগ্রেস।
আন্দোলনকারীদের অভিযোগ বৃষ্টির প্রকোপ সেভাবে এখনো দক্ষিন বঙ্গে দেখা যায় নি ,তাতেই এই অবস্থা ।দেখা যাচ্ছে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু বাৎসরিক ব্যাপার হয়ে পড়ছে ।সরকার নির্বিকার ।
দিনের পর দিন যেভাবে বিদ্যুৎ এর মূল্য বেড়ে চলেছে তার নজিরবিহীন ।অন্য রাজ্যে বিদ্যুৎ এর দাম কমিয়ে মানুষকে রিলিফ দেওয়ার চেষ্টা করছে সেখানকার সরকার ।আমদের রাজ্য তার পুরো উল্টো ।দাম বেড়েই চলেছে ।
প্রতিবাদে আজ উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস কমিটির সভাপতি তাপস মজুমদারের নেতৃত্বে বিধান নগরে বিদ্যুৎ উন্নয়ন নিগমের হেড অফিসে ব্যাপক বিক্ষোভ কর্মসূচী সংগঠিত হয় । উপস্তিত ছিলেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার,তপন আগরওয়াল ও দক্ষিন কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ সহ জেলার কংগ্রেস নেতৃত্ব ।