সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের তমলুক ব্লকের তৃতীয় সম্মেলন কালাগন্ডা রজনী বিদ্যা ভবনে কমরেড সাধন চন্দ্র মন্ডল পল্লী, কমরেড সরমা ভৌমিক মঞ্চে শুরু হয় সংগঠনের পাতাকা উত্তোলন ও শহীদ স্মরণের মধ্য দিয়ে।

পতাকা উত্তোলন করেন বর্ষিয়ান নেতা বংশীধর ভৌমিক।বক্তব্য রাখেন জেলা সম্পাদক হিমাংশু দাস,সভপতি-আশীষ প্রামানিক, সহ সম্পাদক -চিত্ত দাস।

সম্মেলনে বিদায়ী সম্পাদক মদন মন্ডল প্রতিবেদন পেশ করেন।১২ টি গ্রাম পঞ্চায়েত থেকে ১২ জন প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করেন।৩ জনের সভাপতি মন্ডলী সভা পরিচালনা করেন।উপস্থিত ছিলেন কৃষক সংগঠনের পক্ষে -মহাদেব বেরা, মহিলা নেত্রী -রীতা দত্ত।

সম্মেলন থেকে ২৭ জনের কমিটি থেকে অরবিন্দ জমাদার সভাপতি ও মদন মন্ডল সম্পাদক ও কোষাধ্যক্ষ মধূসুদন মাঝি সর্ব সম্মতিক্রমে নির্বাচিত হন।
Post Views: 5





