Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মোৎসর্গ দিবস ।।

ভারতের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯১ তম আত্মোৎসর্গ দিবসে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন(এ.আই.এম.এস.এস.)’র কোলাঘাট ব্লকের ভোগপুর শাখার দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ভোগপুরে।

সম্মেলন থেকে বিলকিস বানুর ধর্ষণকারীদের মুক্তি দেওয়ার বিরুদ্ধে,নারীর নিরাপত্তা সুনিশ্চিত ও সমকাজে সমমজুরি,দুয়ারে মদ’ প্রকল্প বাতিল সহ মদ ও মাদকদ্রব্য প্রসারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে প্রতিমা অধিকারী,রীতা ওঝা,সুতপা সিনহা প্রমুখ।

সম্মেলনের প্রধান অতিথি সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদিকা রীতা প্রধান মহিলাদের উপরোক্ত সমস্যা সমাধানে গড়ে ওঠা আন্দোলনকে তীব্রতর করার আহ্বান জানান।

Related News

Also Read