Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

কাজের দাবিতে থালা-বাটি হাতে মিছিল বামেদের

সারা ভারত খেতমজুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির ডাকে জেলা জুড়ে প্রতিটি ব্লকে থালা বাটি হাতে শ্রমজীবী ক্ষেতমজুর মানুষের মিছিল সংগঠিত হয়।

 

তিন বছর ১০০ দিনের কাজ বন্ধ। গরিবের হাতে কাজ নেই। সংসারে অভাব। দ্রব্যমূল্য বৃদ্ধি, এর মধ্যে সন্ত্রাসবাদি হামলা সাম্প্রদায়িক দাঙ্গা, ধর্মীয় বিভাজন, অযোধ্যায় রাম মন্দির, দিঘায় জগন্নাথ মন্দির, কাঁথিতে সনাতনী সম্মেলন এসব নিয়ে রুটি রুজির দাবিকে ভুলিয়ে দিতে চাইছে কেন্দ্র রাজ্য সরকার ও ধান্দাবাজ ধর্মীয় ব্যবসায়ীরা। সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে কামারদা বাজারে আজ খেতমজুর নেতা হিমাংশু দাস বক্তব্য তুলে ধরেন।

অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করতে হবে, নইলে ভাতা দিতে হবে। দাবি নিয়ে খেতমজুর শ্রমজীবী মানুষের মিছিল আজ জেলা জুড়ে সংগঠিত হয়। নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি আশীষ প্রমাণিক, সহ-সম্পাদক চিত্ত দাস, শেখ ফরিদ আলী, প্রতিমা মন্ডল, শেখ আবুল আলী, সহ নেতৃত্ব গন।কামারদা বাজারে কর্মসূচিতে উপস্থিত ছিলেন খেত মজুর নেতা জাহারাজ আলি, অমিয় আচার্য, গোকুল ঘোড়াই,গৌরী জানা,সেক মুস্তাক,গৌতম প্রধান,নন্দন দাস,সেক মুস্তাফা, শীর্ষেন্দু দাস,কালিপদ ভাড়াসহ নেতৃত্ব গন।

Related News

Also Read