Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

বাজকুল বলাই চন্দ্র বিদ্যাপীঠে বিশ্ব ধরিত্রী দিবস

বাজকুল বলাই চন্দ্র বিদ্যাপীঠে বিশ্ব ধরিত্রী দিবস পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম বাজকুল বলাই চন্ত্র বিদ্যাপীঠে মঙ্গলবার পালিত হল ধরিত্রী দিবস। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক ডঃ চন্দন কুমার মাইতি। প্রধান অতিথি বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ পিষুষ কান্তি দন্ডপাঠ, বিশেষ অতিথি অধ্যাপক সমীর ভান্ডারী, শিক্ষা কর্মী নারায়ন চন্দ্র মাইতি,প্রাক্তন শিক্ষক বিভাস মাইতি, সমাজ কর্মী ও বৃক্ষমিত্র প্রদীপ জানা, শিক্ষক অশোক কুমার বর্মণ প্রমুখ। অনুষ্ঠানে ধরিত্রী প্রকৃতি স্বরূপ একটি গাছ কে রাখী বন্ধন করে বরণ করে নেওয়া হয়। প্রদীপ প্রজ্বলন করে ধরিত্রী মাতা কে নিবেদন করা হয় মাটি,জল, মিষ্টি ও পায়েস। অনুষ্ঠানে সুস্থ্য ও সুন্দর ধরিত্রীর দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও অতিথি বৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা ও পরিচালনা করেন শিক্ষক সব্যসাচী ভৌমিক, সহস্ত্রাংশু দাস ও শিক্ষিকা পারমিতা চন্দ।ছাত্র-ছাত্রীরা পরিবেশন করে নাচ, গান, বক্তব্য ও মডেল। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা শপথ গ্রহণ করে আগামী দিন গুলিতে তারা ধরিত্রী কে সুস্থ্য ও সুন্দর রাখবে। বিদ্যাপীঠের দুই সহস্রাধিক ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হয় তরমুজ ও জামরুল ফল।

Related News

Also Read