Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

।। আবার গাড়ী থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা ।।

প্রদীপ কুমার সিংহ :- শনিবার রাতে বারুইপুর থানার পুলিশ নাকা চেকিং করার সময় একটি চার চাকার ওরা গাড়িকে আটক করে ।সেই গাড়ির মধ্যে থেকে ৪,৮৮০০০ টাকা উদ্ধারও দুজন ব্যক্তিকে গ্রেফতার করে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা অন্তত বারুইপুর ও বিষ্ণুপুর থানার শেষ প্রান্ত টংতলা এলাকায়।


শনিবার রাতে বারুইপুর থানার পিএসআই রুবেল শেখ নেতৃত্বে একটি পুলিশ টিম নাকা চেকিং করে এলাকায় রাস্তা দিয়ে তখন চার চাকা সাদা ওলা গাড়ি আসে । তাকে সন্দেহ হয় ।

গাড়ীর ড্রাইভার ও যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে কোন উত্তর না পাওয়া গাড়ির চেকিং করলে একটি টাকার ব্যাগ পাওয়া যায়।তাতে ৪ লক্ষ ৮৮ টাকা হাজার টাকা ছিল সেই টাকা উদ্ধার করে। দুজনকে গ্রেফতার করে।


একজনের নাম রবিন কুমার সিং বাড়ি বাঁধনী থানা অন্তর্গত গড়িয়া সুভাষপল্লী আরো একজন গাড়ির ড্রাইভার নাম অভিজিৎ নস্কর বাড়ি সোনারপুর থানা এলাকায়।

বারুইপুর থানার পক্ষ থেকে ধৃত দুই ব্যক্তিকে রবিবার বারইপুর মহাকুমা আদলাতে তোলা হবে।

Related News

Also Read