বালিসাই-আলমপুর থেকে তাজপুর রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ।এর প্রতিবাদে পথ অবরোধ করলো গ্রামবাসী।সেই আন্দোলনে যোগ দিলো অটো রিক্সা চালকেরাও ।
অভিযোগ রাস্তা সারাইয়ের জন্যে বারবার আবেদন করেও কোনো সুরাহা মিলেনি ।এবার তাই রাস্তা অবরোধ করেন ।

রামনগর ১ ব্লকের বিডিও লিপন তালুকদার জানান এলাকাবাসীর দাবি মেনে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে ।রাস্তার কাজ যতো তাড়াতাড়ি সম্ভব শুরু হবে ।
অপরদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার অফিসার ইন্দুভূষণ মিশ্র এর নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে।পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে ।যদিও ইউনিয়নের সদস্য টোটো চালকেরা তাজপুর রাস্তায় অটো পরিষেবা বন্ধ রাখেন ।
বেহাল রাস্তার জন্যে গ্রামবাসী কিংবা টোটো চালকেরাই নয় এখানে বেড়াতে আসা পর্যটকেরাও ক্ষোভ প্রকাশ করেছেন। ঘুরতে এসে জানান যে এই রাস্তা এরম অবস্থা ঠিক নয় এটি একটি পর্যটন এলাকা এটি ঠিক হওয়া দরকার ।
