Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। আইসিডিএস কেন্দ্র জরাজীর্নঃজেনেও হেলদোল নেই প্রশাসনের ।।

আইসিডিএস কেন্দ্রের রান্না ঘর দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যে কোন মুহূর্তে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে আতংকে থাকে পড়ুয়া ও তাদের পরিবারের সদস্যরা।একই হাল কেন্দ্রের সহায়িকাদের।ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকের নয়াপুট গ্রাম পঞ্চায়েত এলাকার শেরপুর আইসিডিএস কেন্দ্রের।

অভিযোগ শুধু জীর্ন নয়,কেন্দ্রের চালা আলগা হয়ে যাওয়ায় বৃষ্টি হলে জল রুমের ভেতরে পড়ে ।তাই বর্ষাকালে কখনো রান্না হয় আবার কখনো হয় না। সে কারণে পড়তে আসা খুদেরা ও গর্ভবতী মায়েরা তারা পুষ্টিকর খাওয়ার থেকে বেশিরভাগ দিন বঞ্চিত থাকেন জানানো হয়েছে আইসিডিএস কর্মীরা।

তাঁরা অভিযোগ করেছেন বিভাগীয় আধিকারিককে বহুবার জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত রান্নাঘর মেরামতি করার কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

Related News

Also Read