Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

অসহায় মানুষদের উপহার সামগ্রী প্রদান করলো রাজদূত ব্যায়ামাগার

বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁথি শহর সহ সংলগ্ন এলাকার প্রায় ২৫০ জন দু:স্থ-অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিলো রাজদূত ব্যায়ামাগার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবি উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেল,প্রাক্তন রেফারী সমরেন্দ্র নাথ রায় (বাদু),কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত,সাংবাদিক অনিন্দ্য জানা,এসবি আই-র প্রাক্তন ম্যানেজার দেবকুমার মাইতি,প্রাক্তন সেনা কর্মী সাধন কুমার জানা প্রমুখ।অতিথিরা সকলেই রাজদূত ব্যায়ামাগারের এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেন।

রাজদূত ব্যায়ামাগারের সম্পাদিকা রাজনন্দিনী নন্দ মিশ্র জানিয়েছেন গত ১৮ তারিখ তাঁদের সংস্থার মন্ডপ উদ্বোধনের দিন থেকেই অসহায়দের নতুন বস্ত্র প্রদান করা হচ্ছে।প্রতিদিনই ৪০-৫০ জনকে বস্ত্র দেওয়া হয়েছে।

এর পাশাপাশি ভ্রাতৃদ্বিতীয়ার সন্ধ্যায় একসাথে প্রায় ২৫০ জনকে নতুন বস্ত্র দেওয়া হয়েছে।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সহ সভাপতি রামকৃষ্ণ পন্ডা।তিনি জানিয়েছেন এদিন নতুন শাড়ির পাশাপাশি কম্বল-চাদর-মশারি-বেডশিট-ধুতি প্রমুখ সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

Related News

Also Read