Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

টিকরাপাড়া রেনবো এথেলেটিক ক্লাবের ফুটবল ও ক্রিকেট প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন

এলাকার ছেলে মেয়েদের খেলাধুলার মান উন্নয়নের লক্ষ‍্যে টিকরাপাড়া রেনবো এথেলেটিক ক্লাবের বেবস্থাপনায় নতুন রুপে পুনরায় ফুটবল ও ক্রিকেট এর প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন হলো আজ । টিকরাপাড়া হাইস্কুল খেলার মাঠে এই শিবিরের উদ্বোধন হয়। সংস্থার কর্নধার স্বপন মাইতি জানান সংস্থার পক্ষ থেকে আগেও এই শিবির এর আয়োজন করা হয়ে ছিল মহামারি কোরোনার কারনে সেটি বন্ধ হয়ে যায় আবারো নতুন ভাবে শিবিরটি শুরু করা হলো। আজ এই শিবিরে ২০০ জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে। এছাড়াও উপস্থিত ছিলেন পটাশপুর ২ নং পঞ্চায়েত সমিতি সভাপতি ও সংস্থার কর্নধার স্বপন মাইতি , পটাশপুর থানার ওসি, পটাশপুর ২ সমস্টি উন্নয়ন আধিকারিক শঙ্খ ঘটক, সাউৎখন্ড গ্রাম পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ।

Related News

Also Read