Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

দু:স্থ অবহেলিত থ্যালাসেমিয়া শিশুদের পুস্তক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শীতবস্ত্র বিতরণ 

প্রদীপ কুমার সিংহ

বুধবার বিশ্ব মানবাধিকার দিবস, সেই দিবস উপলক্ষে বারুইপুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়। বারুইপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের দোল তলায় সমাজের দু:স্থ ও অবহেলিত থ্যালাসেমিয়া শিশুদের পুস্তক বিতরণ অনুষ্ঠান হয়। অসাম বঙ্গীয় শারদ সৎ মটের শীর্ষ স্বাগতা মুখার্জি সহযোগিতায় সমাজের রিকশাচালক ভ্যানচালক টোটো চালকদের থ্যালাসেমিয়া শিশু দের খাতা বই বিতরণ অনুষ্ঠান হয়।

স্বাগতম মুখার্জি বলেন থ্যালাসেমিয়া শিশুদের জন্য রক্ত দিতে পারলাম না তাদের পড়ার জন্য সারা বছরের খাতা বই উপহার দিলাম এই দিনে। উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পৌর পিতা বিকাশ দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিকাশ দত্ত বাবু বলেন প্রতি বছরেই এই দিনটিতে স্বাগতা মুখার্জির উদ্যোগে শীতবস্ত বিতরণ সমাজের পিছিয়ে পড়া মানুষের ছোট ছোট ছেলে মেয়েদের, নিষিদ্ধপল্লী এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের নতুন বস্ত্র বিতরণ সহ অন্যান্য কাজ করে। এই অনুষ্ঠানে ৩০ জন শিশুকে খাতা বই পেন্সিল উপহার দেয়।

পাশাপাশি এই দিন বারুইপুর কল্যাণপুরে দিশা প্রতিবন্ধী স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী ও অভিভাবকদের শীতবস্ত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানের সহযোগিতা করে যাদবপুরে সাউথ সিটি রেসিডেন্স একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওম সাঁই সমিতি। এই সমিতির সদস্যরা দিশা প্রতিবন্ধী কূলে প্রায় ৮০ জন স্পেশাল বাচ্চাদের শীত বস্ত্র, কেক বিস্কুট লজেন্স সহ দুপুরে প্রায় দেড়শ জন মানুষের খাওয়ার ব্যবস্থা করে। দুপুরে খাওয়ায় ছিল ভাত,ডাল,আলু ভাজা পোস্ত, তরকারি,মুরগির,মাংস , চাটনি ও মিষ্টি। এই সংস্থার এক সদস্যা সুলগ্না রায় চৌধুরী বলেন এ বছর প্রথম কল্যাণপুর দিশা প্রতিবন্ধী স্কুলের স্পেশাল বাচ্চাদের শীতবস্ত্র নতুন পোশাক খাবার দেওয়া হল। আমরা অনেকদিন ধরেই এই কাজ করছি। আজকের এই অনুষ্ঠানে তারা খুবই খুশি হয়েছেন। বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী অভিভাবকরা ও খুব খুশি হয়েছেন। দিশা প্রতিবন্ধী স্কুলের প্রিন্সিপাল মধুরসূদন মন্ডল বলেন আজকের একটি বিশেষ দিন সেই বিশেষ দিন উপলক্ষে স্কুলের ছাত্র-ছাত্রীদের ডিসেম্বর মাসে এই শীতের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Related News

Also Read