Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

দক্ষিণ চক্রের ২১ জুলাইর প্রস্তুতি সভা  

প্রদীপ কুমার সিংহ

যুব তৃণমূল কংগ্রেসের ডাকে একুশে জুলাই ধর্মতলা চলো অভিযানের প্রস্তুতি সভা হলো বারুইপুরে। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনা বারুইপুরের প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ চক্র কমিটির পক্ষ থেকে বারুইপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের সোনার তরী কমিউনিটি হলে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে ২১ জুলাই ধর্মতলা চলো অভিযানে যাওয়ার প্রস্তুতি সভা হয়।

এই অনুষ্ঠানে বারুইপুর পৌরসভার উপ পৌর পিতা তথা ১২। নম্বর ওয়ার্ডের পৌরপিতা গৌতম দাস,বারুইপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন মন্ডল,৬ নম্বর ওয়ার্ডের পৌর পিতার বিকাশ দত্ত,৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুবাস রায় চৌধুরী, ১০ নম্বর ওয়ার্ডের পৌর পিতা জনাব মোজাফফর আহমে,১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তাপস ভদ্র,১৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আশীষ দেব রায় সহ প্রায় ২৪০ থেকে ২৬০ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। গৌতম দাস বলেন ১৯৯৩ সালে একুশে জুলাই যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে মহাকরণ অভিযানে ডাক দেয়। কারণ ভোট দাতাদের আইডিন্টিটি কার্ডের দাবিতে। সেই কর্মসূচিতে তদানীন্তন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর অমলে হয়েছিল। কংগ্রেস যুবকর্মীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ তাতে করে ১৩ জন কংগ্রেসের যুবকর্মী শহীদ হয়। তাদের স্মরণে প্রত্যেক বছর এই দিনটিতে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস হিসেবে পালন করে। আর সেই জন্যই তৃণমূল যুব কংগ্রেসের ডাকে ধর্মতলা চলো অভিযানে কর্মসূচি করে।এই কর্মসূচিতে সবাই প্রত্যেক অংশ গ্রহণ কারীকে যাবার জন্য আহ্বান জানায়।

১০ নম্বর ওয়ার্ডে পৌর পিতা জনাব মোজাফফর আহমেদ বলে আগে স্কুলের শিক্ষকদের মাইনে হতো মাসে ১৮ তারিখ ২০ তারিখ ২৫ তারিখে। কিন্তু এখন শিক্ষকদের মাইনে হয় মাসের এক তারিখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালের পরে শিক্ষকদের জন্য এই সিস্টেম করেছে। যাদের শিক্ষকদের মাইনের জন্য হাঁ পিত তেস হয়ে বসে থাকতে না হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেই কাজ করে দেখান।

তিনি বলেন দল আগে তারপর দলে কর্মীরা শিক্ষকরা দল যা নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী সবাইকে চলতে হবে। তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন মন্ডল বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করার পর পশ্চিমবাংলা 2011 সালের পর থেকে চারিদিক থেকে উন্নয়নের সাগর বয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে ঠিক সেই কাজ করে। দুই এক বছর ধরে পশ্চিমবাংলা বিরোধী দলনেতা যে হিংসা ছড়াচ্ছে ধর্মের নামে তা মানুষ মেনে নেবে না।

Related News

Also Read