Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

কাঁথি যোগ ও প্রাণায়াম অনুশীলন কেন্দ্রের উদ্বোধন

কাঁথি শহরের “রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হাসপাতাল “কর্তৃপক্ষের  সহযোগিতায় সোমবার   থেকে আয়ুর্বেদ মহাবিদ্যালয়ে কাঁথি যোগ প্রাণায়াম সমিতি”র আনাড়ম্বর আয়োজনে নবোদ্যমে শুরু হলো”কাঁথি যোগ প্রাণায়াম সমিতি”র যোগ  ও প্রাণায়ম অনুশীলন। সোমবার ভোরে এক অনুষ্ঠানের  মধ্য  দিয়ে যোগ ও প্রাণায়াম অনুশীলন কেন্দ্রের শুভ উদ্বোধন কাঁথি করেন রঘুনাথ আয়ুর্বেদ কলেজের  পরিচালন  সমিতির  সম্পাদক  সুকমল মাইতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  কাঁথি যোগ ও প্রাণায়াম  সমিতির  সভাপতি ও প্রাক্তন শিক্ষক সন্তোষ মাইতি।

এছাড়াও উপস্থিত  ছিলেন  সমিতির  সহ সভাপতি অর্দ্ধেন্দুশেখর খাটুয়া  ও প্রাণকৃষ্ণ ত্রিপাঠী। সমিতির  সভাপতি সন্তোষ মাইতি বলেন,কাঁথি যোগ ও প্রাণায়াম সমিতির যোগ ও প্রাণায়াম অনুশীলন সোমবার  থেকে কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজে প্রতিদিন  ভোরে অনুষ্ঠিত হবে।উদ্বোধন অনুষ্ঠানে সমিতির সদস্য ও সদস্যারা মনোজ্ঞ  সঙ্গীত  পরিবেশন করেন। সমগ্র  অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন  অধ্যক্ষ রতন কুমার সামন্ত।

Related News