প্রদীপ কুমার সিংহ:- জয়নগরে তৃণমূল নেতার খুনের কাণ্ডের অভিযুক্ত আনিসুর রহমান লস্কর ও কামাল উদ্দিন ঢালিকে বাড়ির বউ মহাকুমা আদলাতে পুলিশের পক্ষ থেকে পেশ করা হয়। জয়নগর থানা পুলিশ নিজেদের নেওয়ার জন্য ১৪ দিনের আবেদন করেছিল আদালতে। বিচারক তাদেরকে এগারো দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেন। ধৃত আসামিদের তদন্তের সাথে বারুইপুর থানায় নিয়ে আসা হয়।আনিসুর ও কামালউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলেন এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তা ডি আইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘারিয়া সহ বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি এই ঘটনার তদন্তকারী দলের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, এসডিপিও অতীশ বিশ্বাস ও এই কেসের তদন্তকারী অফিসার।
দুজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্তকারী টিমের সাথেও কথা বলেন তারা। পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান ১১ দিনের পুলিশ হেফাজত পাওয়া গিয়েছে। এরমধ্যে তদন্তে অনেক অগ্রগতি হবে। এই ঘটনায় আরো ৭/৮ জন জড়িত আছে বলে জানান তিনি

