পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় বুধবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের , আহত হয়েছে ৩ জন।দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়ার চিরঞ্জিবপুর ফ্লাই ওভারের পাশে ।
যাত্রী বোঝাই অটোর সাথে তেল ট্যাঙ্কারের সরাসরি সংঘর্ষ হয়।জনবহুল রাস্তা চিরঞ্জিতপুরের রাজ্য সড়কের সড়কের উপরে এই পথ দুর্ঘটনা হয় ।হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করে ।সূত্রের খবর আরো একজন কলকাতা নিয়ে যাবার পথে মৃত্যু হয় ।
সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে হলদিয়া থানা এলাকার চিরঞ্জিবপুরে।দুর্ঘটনায় মৃতরা হল স্কুলের শিক্ষিকা পম্পা প্রামানিক(৪৫) ,অটোচালক শেখ হাসিবুল (৩৭) এবং অটোর আরো এক যাত্রী সুরেশ মন্ডল (৫৭) ।গুরুতর আহতদের তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
Post Views: 7





