এগরায় ফের পথ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। - Ekhansangbad

Select Language

[gtranslate]
৬ই শ্রাবণ, ১৪৩২ সোমবার ( ২১শে জুলাই, ২০২৫ )

এগরায় ফের পথ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস।

ঘটনাটি ঘটেছে কাঁথি বেলদা রাজ্য সড়কে এগরা শহর সংলগ্ন এলাকায়। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের ওএস জি (ঘাটা ) নার্সিং হোমের অনতি দূরে । স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুর ২ টা ৪৫ মিনিট নাগাদ কাঁথি থেকে এগরার দিকে আসার সময়ে গোবিন্দ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাইক চালককে ধাক্কা মারে। গুরুতর আহত হয় বাইক চালক। বাইক চালকের বাড়ি এগরা ১ ব্লকের কুদিতে। তাঁকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে নেমে যায়। বাসের মধ্যে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে এলাকার প্রচুর মানুষ এসে ভিড় জমায়। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related News

Also Read

01:36