ঐতিহাসিক বীরেন্দ্র স্মৃতিসৌধে সোমবার আয়োজিত হয় দেশ গৌরব দেশপ্রাণ বীরেন্দ্র শাসমলের ৯২ তম প্রয়াণ দিবস উদযাপন। পরম শ্রদ্ধায় এক ভাব গম্ভীর পরিবেশে সশ্রদ্ধ স্মৃতিচারণ, তর্পণ ও নিবেদনে আজকের দিনটি। অনুষ্ঠানটির আয়োজন করেন বীরেন্দ্রনাথ স্মৃতি সৌধ কমিটি সহযোগিতায় শতাব্দী প্রাচীন ক্লাব ও কাঁথি টাউন হল।

বীরেন্দ্রনাথ শাসমলের আবক্ষ মূর্তির পাদদেশে এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন বিধায়ক শৈলজা দাস। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন দেবকুমার দাস মহুয়া পন্ডা, কৃষ্ণা পয়ড়্যা বেরা। বীরেন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করেন শৈলজা দাস ,প্রকাশ চন্দ্র গিরি ,পঙ্ক ভূঁইয়া। নির্মল দাস ,কৃষ্ণেন্দু মাইতি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বরা ছড়াও প্রত্যেকে। এরপর তারা ৯২ তম প্রয়াণ দিবসে ৯২ টি প্রদীপ প্রজ্জলন করা হয়।এরপর বীরেন্দ্রনাথের জীবনাদর্শ, তার জীবনের নানান অনালোকিত দিক তুলে ধরে যুবসমাজকে উদ্বুদ্ধ করেন সোমনাথ দাস, দীপক মাইতি, দেব কুমার রায় ,রথীন্দ্রনাথ পতি,কার্তিক ঘোড়াই, নির্মল দাস, হষিকেশ পায়ড়্যা প্রমূখ বিশিষ্টজনেরা সংগীত, আবৃত্তি , গীতি আলেক্ষ পরিবেশন করেন দেবকুমার দাস, প্রমথেশ মন্ডল, মৃন্ময়ী পন্ডা ,মহুয়া পন্ডা, কৃষ্ণা বেরা। সীতেশ পন্ডা, সৃজা সামন্ত ,সুষমা বর্মন, রুম্পা বাগচী ,কার্তিক দাস, প্রমথেশ মন্ডল ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকাশ চন্দ্র গিরি। শেষ পর্বে আজকের অনুষ্ঠানের সভাপতি শৈলজা দাস ।তার মূল্যবান বক্তব্য দিয়ে আজকের সভা শেষ করেন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্ট কমিটির সম্পাদক ও কাঁথি ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু মাইতি।





