তৃনমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথি প্রভাত কুমার কলেজ মাঠে সভা করেছিলেন।সেই সভার পাল্টা সভা ডেকেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।আর সেই সভায় লোক টানতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে ভরসা করতে হচ্ছে তৃনমূলের প্রতীকে জেতা কাঁথি ও তমলুকের দুই সাংসদের উপরে।শুভেন্দুর সভার আগে এই বিস্ফোরক অভিযোগ আনলেন তৃনমূলের কাঁথি সাংগঠনিক জেলার সাধারন সম্পাদক তরুন জানা ।তৃনমূল নেতার এই দাবির প্রত্যুতরে এখনো অধিকারীদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কাঁথিতে অধিকারীদের বাড়ি শান্তিকুঞ্জ থেকে মাত্র ২০০ মিটার দুরে কাঁথি কলেজের মাঠে সভা করে শুভেন্দু অধিকারী-সৌমেন্দু অধিকারীর একাধিক দুর্নীতির পর্দাফাঁস করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।দুই সাংসদ শিশির অধিকারী-দিব্যেন্দু অধিকারীর নৈতিকতার প্রশ্ন তুলে তাঁদের সাংসদ পদ ত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন অভিষেক।সেই সভার পাল্টা সভার ডাক দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।আগামী ২১ ডিসেম্বর কাঁথি রেল স্টেশন সংলগ্ন ময়দানে সেই সভা হবে ।তরুন জানার দাবি রেল স্টেশন সংলগ্ন মাঠে লোক আনতে বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারীকে কাজে লাগিয়েছে শুভেন্দু।উল্লেখ্য শিশির বাবু কাঁথি থেকে এবং দিব্যেন্দু বাবু তমলুক থেকে তৃনমূলের প্রতীকে সাংসদ নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দাপুটে তৃণমূল নেতা তরুণ জানা দাবি করেছেন আগামী একুশে ডিসেম্বর কাঁথিতে সভায় লোক টানতে হিমসিম খাচ্ছে শুভেন্দু অধিকারীর ।তাই এই জনসভায় লোক জোগাড় করতে মাঠে নেমেছে অধিকারী পরিবারের দুই তৃনমূল সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী।তরুন জানার অভিযোগ শুভেন্দু বাবুর বাবা ও ভাই তাঁর সম্মান বাঁচাতে ফোন করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিজেপির এই সভায় আসবার জন্য বলছেন।
কাঁথি সাংগঠনিক জেলার সাধারন তরুণ জানা আরো অভিযোগ করেছেন গত বিধানসভা নির্বাচনের সময়েও একই কায়দায় ফোন করে করে তৃনমূল কর্মীদের বিভ্রান্ত করেছেন শিশির অধিকারী ও তার পরিবার। তরুন বাবু বলেন শুভেন্দু অধিকারী বলেছেন সাতটি বিধানসভা থেকে লোক এনে হাফ লক্ষ লোককে জমায়েত করবেন সভার স্থলে। শুভেন্দুর সেই দাবিকেও নাস্যাৎ ছুঁড়েছেন এই তৃনমূল নেতা। তিনি বলেন শুধু কাঁথি লোকসভা এলাকার ৭টি বিধানসভা কেন্দ্র নয়,সমগ্র পূর্ব মেদিনীপুর থেকে লোক আনার প্রচেষ্টা করছে বিজেপি।এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর,ঝাড়্গ্রাম,হাওড়া থেকে লোক আনছেন শুভেন্দু বাবু।এতো কিছু করেও কলেজ মাঠের অর্ধেকের ছোট রেল স্টেশন সংলগ্ন মাঠ শুভেন্দু অধিকারীরা ভর্তি করতে পারবেনা বলেও দাবি তরুন জানার।