কাঁথি সাংগঠনিক বিজেপির সদস্যতা অভিযানে শিশির অধিকারী - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৩শে আষাঢ়, ১৪৩২ সোমবার ( ৭ই জুলাই, ২০২৫ )

কাঁথি সাংগঠনিক বিজেপির সদস্যতা অভিযানে শিশির অধিকারী

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার উত্তর কাঁথি-২ মন্ডলের ২৫৭ নং বুথে সদস্যতা অভিযান হল। এই অভিযানে  গিয়ে সদস্যতা অভিযান কর্মসূচিকে সফল করতে  অংশগ্রহণ করেন বিশিষ্ট রাজনীতিবিদ তথা কাঁথি লোকসভার প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। সদস্যতা অভিযানে শিশির বাবুকে দেখে বহু মানুষ আপ্লুত হন। তার উদ্যোগকে সমর্থন জানিয়ে অনেকে সদস্যতা গ্রহণ করেন।

Related News

18:46