Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

বিবাহিত বহিভূত সম্পর্ক:আত্মঘাতী গৃহবধূ

প্রদীপ কুমার সিংহ

বিবাহবহির্ভূত সম্পর্ক জেরে এক গৃহ বধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। মৃত গৃহবধুর নাম চুমকি শেখ(৩০)। বাড়ি বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর নতুন পাড়া এলাকায়। এখানে ভাড়া থাকতো। মহিলা আসল বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার মতিগঞ্জ থানার পাইকপাড়া এলাকায়। মহিলার স্বামী সইফুদ্দিন শেখ সাংবাদিকদের বলেন আট বছর আগে তাদের বিবাহ হয়েছিল কিন্তু বছর তিনেক আগে মল্লিকপুরে নতুন পাড়া একটি ছেলে ওয়াসিমের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক হয় । সেই খবর জানতে পারে এবং এর জন্য সইফুদ্দিনের সঙ্গে অশান্তি লেগে থাকত। সইফুদ্দিন তার মার সঙ্গে থাকতো এবং চুমকি শেখ তার ৬ বছরে বাচ্চা মেয়েকে নিয়ে পাশের ঘরে থাকতো। চুমকি শেখের সঙ্গে প্রায় অশান্তি লেগে থাকত এই বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে। কিন্তু একই বাড়িতে পাশাপাশি দুটো ঘরে ভাড়া ছিলেন স্বামী-স্ত্রী। প্রায় দেড় বছর স্বামী-স্ত্রী আলাদা ঘরে থাকতো। মঙ্গলবার সকালে সইফুদ্দিন তার ভাইকে ভাবিকে ডাকার জন্য বলে। ভাবি না সাড়া দেওয়ায় ঘরের দরজা ভেঙে দেখেন ঘরের সিলিং ফ্যানে চুমকি সেখ ঝুলছে। সঙ্গে সঙ্গে তাকে বারুইপুর মহাকুহা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করে। চুমকি দাসের স্বামীর অভিযোগ টাকা,পয়সা, গহনা যা কিছু ছিল সবকিছু ওয়াসিমকে তার স্ত্রী দিয়ে দিয়েছে। বারুইপুর থানায় খবর দিলে বারুইপুর থানার পুলিশ চুমকি সেখের নিথর দেহটি ময়না তদন্তের জন্য পাঠায় মঙ্গলবারই। চুমকি দেবীর স্বামী বারুইপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

পাশাপাশি সুভাষগ্রামে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে জামাই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন। মৃত ব্যক্তির নাম সনাতন সরদার(৩৩)। সনাতনের পরিবারের সুত্রে খবর সনাতন বাবুর ১৩-১৪ বছর আগে সুভাষগ্রাম চন্ডীতলা বাড়ি পিংকি সরদারের বিবাহ হয়। সনাতন বাবু আসল বাড়ি জয়নগর থানা অন্তর্গত বহুরু কামদেবপুর এলাকায়। বিবাহের পর থেকেই শ্বশুরবাড়ি থাকতেন সনাতন বাবু। মাঝে মাঝে শাশুড়ির সঙ্গে তার অশান্তি হতো। সোমবার রাতে সেই অশান্তি চরমে ওঠে। শেষে নিজেকে ঠিক রাখতে না পেরে শ্বশুরবাড়ি একটি ঘরে গলায় দড়ি দেয়। আশেপাশের বাড়ির লোক জানতে পারলে তাকে নিয়ে তড়ি ঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে আসে। চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করে। বারুইপুর থানায় খবর গেলে বারুইপুর থানা পুলিশ তার দেহটি ময়না তদন্তের জন্য পাঠায় । এই অস্বাভাবিক মৃত্যুর জন্য বারুইপুর থানার পুলিশ একটি তদন্ত শুরু করেছে।

Related News

Also Read