জাতীয় সড়ক লরি-বাইকের সংঘর্ষে মৃত্যু হল ১ জনের, গুরুতর আহত আরো ২ জন। ঘটনায় দীর্ঘক্ষণ যানজট ছিলো রাস্তা, আটক হয় লরির চালক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকার ১১৬বি দিঘা- নন্দকুমার জাতীয় সড়কের তেলিপুকুর সংলগ্ন এলাকায়।
একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে সজোরে ধাক্কা মেরে পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহির, আহত হন আরও তিন জন।মৃতদের মধ্যে রয়েছেন বাইক আরোহী তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও স্থানীয় একটি স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সুকান্ত মণ্ডল।
এছাড়া চায়ের দোকানের মালিক সহ গুরুতর আহত হয়েছে দোকানে থাকা আরো দুজন খদ্দের। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আটকা পড়েন দিঘাগামী পর্যটকেরা। খবর পেয়ে মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।





