লায়ন্স ক্লাব অব কাঁথির উদ্যোগে এবং ভোলানাথ আই হাসপাতালের সহযোগিতায় আজ সিনিয়র সিটিজেনদের জন্য ফাইজার কোম্পানির অত্যাধুনিক নিউমোনিয়া প্রতিরোধী ভ্যাকসিন “প্রেভনার ২০”-এর মেগা টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরের উদ্বোধন করেন ক্লাবের ভ্যাকসিনেশন কমিটির চেয়ারপার্সন ডা: নন্দিতা পট্টনায়ক এবং ডা: অনুতোষ পট্টনায়ক। আজ মোট ৯০ জন বরিষ্ঠ নাগরিককে এই টিকা প্রদান করা হয়।

শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন ভোলানাথ আই হাসপাতালের সম্পাদক ডা. বরুণ কুমার জানা।
সহায়তায় ছিলেন উৎপল কান্তি প্রধান, বারিদ বরুণ মণ্ডল, সুবিমল মাইতি,অশোক কুমার সাহু প্রমুখ।
শিবির শেষে ক্লাবের সম্পাদক লায়ন উৎপল কান্তি প্রধান জানান, যাঁরা আজ টিকা নিতে পারেননি, তাঁদের জন্য আগামী দিনে আরও একটি শিবিরের আয়োজন করা হবে। এছাড়া আগামী ৪ জানুয়ারি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন -এর শিবির অনুষ্ঠিত হবে।সেই সাথে মেয়েদের জরায়ু, ছেলেদের যৌনাঙ্গ ও মুখগহ্বর ক্যান্সার প্রতিরোধে সারভাভ্যাক এবং হেপাটাইটিস বি ভ্যাকসিনও খুব শিগগিরই দেওয়া হবে বলে তিনি জানান।
শিবিরের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস প্রেসিডেন্ট রীতা রায় ভূঁইয়া।





