পূর্ব মেদিনীপুরের মেছেদা ইস্কন মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়। বিগত কয়েক বছরের মত এদিনও সেই উৎসবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মন্দিরে রাধা কৃষ্ণের মূর্তি অভিষেক করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে মালা পরিয়ে বরণ করে নেয় মন্দির কর্তৃপক্ষ। রাধা কৃষ্ণের মূর্তিতে স্নান করানোর পাশাপাশি বেশকিছুক্ষন সময় ধরে খঞ্জনি বাজান শুভেন্দু বাবু। পরে মন্দিরে ডান্ডিয়া দিয়ে ননি ভন্ড ভাঙেন । জনাষ্টমির অনুষ্ঠানে যোগ দিতে আসা ভক্তদের মধ্যে চকলেট বিতরন করেন শুভেন্দু।


Post Views: 32